অগ্নিশপথ
দেবব্রত ঘোষ মলয়
কিছু বলবো না
আগুন জ্বলছে দেখো বাইরে
মুখ খুললেই পুড়ে হব ছাইরে
মাথা তুলবো না
শিরদাঁড়া নুয়ে গেছে
যেদিকেই দেখি সব দুর্নীতি ভরা
পড়াশোনা না করেই টুকে পাস করা
বুড়ি ছুঁয়ে গেছে।
আমরা সবাই আজ
তুমি আমি আমি তুমি আমাদের সন্তান
এই বৃত্তের মাঝে সঁপেছি যে মন প্রাণ
প্রতিবাদে নেই কাজ।
তবে মুশকিল হলো
পড়শির ঘর পোড়ে দাউ দাউ আগুনে
কতজন মরে গেল পরিকল্পিত খুনে
চোখটা এবার খোলো।
আজ বাদে কাল
ওই দাবানল গ্রাস করে নেবে সবই
যা কিছু আগলে রাখি হয়ে যাবে ছবি
থাকবে ছাইয়ের তাল।
সময় থাকতে তাই
জলভরা বালতিটা হাতে তুলে নাও
সবাই ঝাঁপিয়ে পড়ে আগুন নেভাও
আজ এটুকুই চাই।
তা না হলে আগামীর ছোটরাও ছাড়বে না ভাই।
No comments