Header Ads

Header ADS

আমার কবিতারা

কবিতার দিন
দেবব্রত ঘোষ মলয়

মাঝরাত্তির চাঁদ আধখানা নির্ঘুম সেই রাত
একটা কবিতা সৃষ্টি হলেই রাত জাগা সার্থক 
সেদিনই আমার কবিতার দিন ধরি পাঠকের হাত
প্রতিদিনই যেন এরকম ভাবে কবিতা দিবস হোক।

যেদিন দুপুরে সব কাজ ফেলে পড়ি একখান কবিতা
পাঠক হিসেবে সেদিনই আমার পুনর্জন্ম হয়
পাঠকের হাতে পুনর্জন্ম কবিতার সফলতা
কবিতা দিবস পাঠকের দিন শুধুই কবির নয়।

যা কিছু লিখবে তাকে রাখবে না বস্তাবন্দী করে
বহুজন মাঝে ছড়িয়ে দিলেই সার্থক সেই সৃষ্টি
একজনও যদি ভালবেসে তাকে মনপ্রাণ দিয়ে পড়ে 
সে হবে সফল তাকে ভেজাবেই সার্থকতার বৃষ্টি।

পাঠক আর কবি দুয়ে মিলে তবে বহমান এই কৃষ্টি।

২১ মার্চ ২০২২

No comments

Theme images by luoman. Powered by Blogger.