Header Ads

Header ADS

সেদিন চৈত্রমাস

সেদিনও চৈত্রমাস
দেবব্রত ঘোষ মলয়

সেদিনও চৈত্রমাস
নির্ঘুম বসন্ত রাত পাতাঝরা কান্নায় ভেজা
যে হাত ভরসা ছিল ঘুম ভেঙে সেই হাত খোঁজা
এখন নিভৃতবাস ...

ভালবাসা খাঁটি ছিল
দু হাতে জড়িয়ে ধরে ভরসার চোখে
পণ ছিল আজীবন ছাড়ব না তোকে
সব কেড়ে নিল ...

ভুলে গেলি সব
নির্জন দুপুরের সোনারং গান
মধুমাখা বিকেলের প্রাণ আনচান
কোকিলের কুহুরব ...

চৈতি হাওয়াও ছিল
নির্জন চিলেকোঠা তুই আর আমি শুধু
না জানা প্রথম চুমু পরাগেরও এত মধু
প্রাণ ভরিয়ে দিল।

ক্ষোভ নেই কোন
তোকে ছাড়া নির্জন হয়নি এ গ্রহ
দাঁড়িয়েছি ঘুরে আজ সয়ে নিগ্রহ
কান পেতে শোনো

এসেছে নতুন ভোর
ভাঙ্গা বেহালায় সুর তুলেছি আবার
বেঁধেছি নতুন গান, জুড়ে ছেঁড়া তার 
হাওয়ায় উড়িয়ে দিয়ে সব স্মৃতি তোর।

৩০ মার্চ ২০২৩




No comments

Theme images by luoman. Powered by Blogger.